আলিপুরদুয়ার: আগামী ২৯ মে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই বড় খবর দিল বিজেপি। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর আগমনের খবর দিলেন সাংসদ মনোজ টিগ্গা।
জানা গেল, ‘অপারেশন সিঁদুর’–এর সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ২৯ মে রাজ্যের একাধিক জায়গায় যেতে পারেন। পাশাপাশি তিনি পা রাখবেন আলিপুরদুয়ারেও।
এদিকে প্রধামমন্ত্রীর আসার খবর দলের কাছে পৌঁছতেই এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছে যান সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, কালচিনির বিধায়ক বিশাল লামা ও অন্যান্যরা। ঘুরে দেখেন প্যারেড গ্রাউন্ড। এখানেই সভা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী।

