গত ৫ ফেব্রুয়ারি পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযানে পুলিশি আক্রমণের প্রতিবাদ জানিয়ে ধিক্কার সভা অনুষ্ঠিত হলো ফাটাপুকুরে। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে ফাটাপুকুর হিন্দি প্রাইমারি স্কুল প্রাঙ্গনে এই প্রতিবাদ সভা হয়। সভায় বক্তব্য রাখেন আনপ বর্মন, আশীষ চৌধুরী, দীপঙ্কর দে প্রমুখ। তাদের অভিযোগ, শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বর্বরোচিত আক্রমণ করে। এই অরাজনৈতিক সংগঠন শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করে। গত ৫ ফেব্রুয়ারি পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়। প্রথমে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়, পরে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হলে শিক্ষকদের ওপর পুলিশ আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন শিক্ষক সংগঠনগুলি।