রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর

নয়াদিল্লি: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। এদিন রাজ্যসভার সভাকক্ষে উঠে দাঁড়িয়ে একথা ঘোষণা করেন তিনি। তাঁর বক্তব্যে সাংসদ জানান, ‘তৃণমূলকে ধন্যবাদ। চুপ করে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। বাংলায় গিয়ে আমি মানুষের কথা বলতে চাই।’ এদিন রাজ্যসভায় নিজের ইস্তফা ঘোষণা করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আসলে আমাদের জীবন জন্মভূমির জন্যই উৎসর্গীকৃত। পার্টিতে আছি বলে তার শৃঙ্খলা মেনে আমাকে চুপ করে থাকতে হচ্ছে। কিন্তু আমি আর চোখে দেখতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। ওদিকে অত্যাচার চলছে। কিছু করতে পারছি না। আমার মন আজ বলছে বিবেকানন্দের বাণী শোন, ওঠো , জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমার মন বলছে যে এখানে চুপ করে বসে বসে সব দেখার থেকে ভাল ইস্তফা দাও।’ দীনেশ ত্রিবেদীর বক্তব্য শুনে তাঁকে রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পরামর্শ দেন উপ-সভাপতি। এব্যাপারে তৃণমূলের মুখপাত্র সৌগত রায় জানিয়েছেন, ‘দল দুঃখিত। দল আলোচনা করবে ও সিদ্ধান্ত জানাবে’। বলে রাখি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দীনেশ ত্রিবেদীকে টিকিট দেওয়া নিয়ে অর্জুন সিংয়ের সঙ্গে বিবাদ বাঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর পর দল ছেড়ে বিজেপির টিকিকে বারাকপুর থেকে লোকসভা নির্বাচনে দীনেশবাবুর বিরুদ্ধে লড়ে জেতেন অর্জুন। লোকসভায় হারের পর দীনেশ ত্রিবেদীকে রাজ্যসভার টিকিট দেয় তৃণমূল। রাজ্যসভার সাংসদ হন দীনেশ ত্রিবেদী।