কলকাতায় মিলল ২৫.৮০ লক্ষ মূল্যের আফগানি টাকা!

কলকাতার বিবাদী বাগ থেকে আফগান টাকা নিয়ে ধরা পড়লেন দুই ব্যক্তি। এই দুই ব্যক্তির থেকে মোট ২৫ লক্ষ ৮০ হাজার অবৈধ আফগানি টাকা উদ্ধার করা হয়েছে। দুই ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশ।

কোথা থেকে এত অর্থ পেল, তারা কবে ভারতে এসেছে এবং তাদের উদ্দেশ্য ঠিক কি সেটাই খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যাপারে পুলিশ ঐ দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। সব থেকে গুরুতর বিষয়টি হল ঐ দুই ব্যক্তির সাথে তালিবানদের কোনো যোগ আছে কিনা সেটাই খুঁজে দেখা হচ্ছে এখন।

About The Author