পকেটে মাত্র দু-হাজার টাকা! সাইকেলে পুরো দেশ ঘুরছেন কলকাতার পরিমল

সাইকেল নিয়ে কলকাতা থেকে দেশ ঘুরে লাদাখের পথে বেরিয়ে পড়েছেন বয়স ৫৫-র পরিমল কাঞ্জি। তিনি কলকাতার বাসিন্দা। বছরের শুরুতেই সাইকেল নিয়ে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে হয়ে দক্ষিণের সব রাজ্য ঘুরে গোয়া, মুম্বাই, গুজরাট ও জম্মু-কাশ্মীর হয়ে এবার তিনি লাদাখের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে সিকিম নেপাল পেরিয়ে এসেছেন। লাদাখ ঘুরে পূর্বের রাজ্যগুলি দেখে নিয়ে কলকাতায় ফিরে আসবেন।

পরিমল কাঞ্জি জানালেন, দেশের প্রতিটি রাজ্য ঘুরে সেখানকার মানুষের চাল চলন, কথাবার্তা, খাদ্যভ্যাস ইত্যাদি সব বিষয়ে নিজেকে ওয়াকিবহাল করতে চান। তাঁর কথায্‌ যেখানে জন্মালাম, সেখানেই বেচে থেকে মরে যাওয়াটা জীবনের সার্থকতা নয়। ‘জন্মেছি কলকাতায় কিন্তু দেশ ঘুরে নিজের দেশটাকে না জানতে পারলে এই জীবন সার্থক হবে না।’ তার কথায়, হাতে যখন কিছুই নেই, তখন পায়ে হেঁটেই তো গোটা দেশ ঘুরে দেখতে পারেন। ঘরে বসে থেকে লাভ কি। মুম্বই, কেরালা এবং গুজরাত সহ বেশ কিছু জায়গায় স্বহৃদয় ব্যক্তি রাতে থাকার জন্য তাবু কিনে দিয়েছেন। বর্তমানে পকেটের দুহাজার টাকা নিয়ে পথে ঘুরছেন এই ব্যক্তি। অনেকেই তার সঙ্গে আগ্রহ নিয়ে কথা বলছেন, তাকে খাবারও দিচ্ছেন; এই করেই তার যাত্রা কেটে যাচ্ছে।