রাজগঞ্জের মাঝিয়ালিতে এক ব্যক্তিকে পিটিয়ে মারার দায়ে অভিযুক্ত দম্পতিকে জেরা করার পর এই ঘটনায় এক প্রতিবেশীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সতিধর রায়। শনিবার মাঝিয়ালি অঞ্চলের সাকিরাজোত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে তুলে ৩ দিনের রিমান্ডে নিয়েছে রাজগঞ্জ থানার পুলিশ।
মঙ্গলবার সকালে মাঝিয়ালী অঞ্চলের পাবনিখারি এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল। মৃতের নাম লক্ষ্মীরাম হেমব্রম (৩৫)। স্থানীয় সূত্রে খবর, এলাকার এক মহিলার সঙ্গে ওই ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিল। সোমবার রাতে সেই সূত্রেই ওই মহিলার ঘরে ঢুকেছিল লক্ষ্মীরাম। এর পরই স্বামী-স্ত্রী ওই ব্যক্তিকে মারধর করেন। পরদিন সকালে নদীর পাশে ফাঁকা জায়গায় দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, শ্লীলতাহানির চেষ্টা করায় ওই ব্যক্তিকে লাঠিপেটা করেছিলেন স্বামী-স্ত্রী। তাঁদের চিৎকার শুনে পাশের বাড়ি থেকে ওই ব্যক্তিও এগিয়ে এসে মারধর করেছিলেন। তারপর দিনই ওই ব্যক্তির মৃত দেহ উদ্ধার হয়েছিল। পুলিশ তাই সতিধরকে গ্রেপ্তার করেছে। সকালে এলাকায় অভিযান চালিয়ে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরেই জলপাইগুড়ি আদালতে তোলা হয়। আদালতে তুলে ৩ দিনের রিমান্ডে নিয়েছে রাজগঞ্জ থানার পুলিশ। যদিও ধৃত দম্পতি পিটিয়ে খুনের কথা অস্বীকার করেছিল। গোটা ঘটনার তদন্ত করে দেখছে রাজগঞ্জ পুলিশ।