ভোট প্রচারে সোমবার কোচবিহারে আসছেন মমতা

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দলীয় প্রচারে আগামী সোমবার কোচবিহারে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ জুন কোচবিহার দক্ষিণ বিধানসভা অন্তর্গত চান্দামারী প্রাণনাথ হাইস্কুলের মাঠে নির্বাচনি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাঁর প্রস্তুতি শুরু করে দিয়েছে।

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে নির্বাচনী জনসভা করবেন। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপি ভালো ফল করেছিল। যদিও পুরসভা নির্বাচনে সেভাবে খাতা খুলতে পারেনি গেরুয়া শিবির। এবারের পঞ্চায়েত ভোটে বিরোধী রাজনৈতিক দলগুলি ৮০ শতাংশের বেশি আসনে প্রার্থী দিয়ে ফেলেছে। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে লড়াইটা একেবারে সহজ হবে না বলে ধারণা রাজনৈতিক মহলের। দলের কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ জোগাতে নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্বাচনী জনসভা ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি।

About The Author