ডুয়ার্সের ভাইরাল লুপ-পুল নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের

জলপাইগুড়ি: ডুয়ার্সের ভাইরাল লুপ-পুল নিয়ে এবার বড় ঘোষণা করে দিল প্রশাসন। এখন থেকে স্নেক পুল বা লুপ পুল দেখতে গিয়ে মানতে হবে বেশ কিছু নিয়ম।

সোমবার এই ব্রিজ নিয়ে একটি নির্দেশ জারি করেছেন কালিম্পংয়ের জেলাশাসক। সেই নির্দেশ অনুযায়ী, এই ব্রিজটির ৫০০ মিটার আগে থেকে পরবর্তী ৫০০ মিটার পর্যন্ত রাস্তায় কোনও গাড়ি থামানো যাবে না। একই সঙ্গে গাড়ি থামিয়ে ছবি বা সেলফি তোলাও যাবে না। বিজ্ঞপ্তিতে পরিস্কার জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তার খাতিরেই বেশ কিছু প্রতিবন্ধকতা লাগু করছে প্রশাসন। এই ব্যাপারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রশাসনের কাছে আবেদন করেছিল। তার ভিত্তিতেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্সের এই ব্রিজটি চালু হতে না হতেই লোকজনের নজর টেনে ছিল। বিগত কয়েকদিন ধরে যে হারে লোকজন সেখানে ছুটে গিয়েছেন তা কল্পনাতীত। বিশেষত, ব্রিজটিকে পেছনে রেখে সেলফি তোলা বা রিল তৈরির যে হিড়িক উঠেছিল তা নজরে গিয়েছে প্রশাসনের। এমনকি কদিন আগে দুর্ঘটনাও ঘটেছিল। অবশেষে সোমবার ব্রিজটিকে নিয়ে নয়া নির্দেশ দিয়ে দিল জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ব্রিজ এখন পুলিশি নজরদারিতে থাকবে। ব্রিজের আগে এবং পেছনে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় নিয়ম মেনে চলতে হবে। এই ব্রিজ দিয়ে শুধুমাত্র যাতায়াতের জন্যই আপনি যেতে পারেন।

About The Author