মার্কিন ইতিহাসে ভয়াবহ দাবানল! চোখের সামনেই পুড়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেস

কিভাবে লাগলো এই আগুন?

জানা গেল, গত মঙ্গলবার থেকে ধীরে ধীরে এই আগুন ছড়িয়ে পড়েছে গোটা শহরে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী সপ্তাহ পর্যন্ত এই অঞ্চলে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে আগুন আরো ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সেখানে অতিরিক্ত আদ্রতা জলবায়ু পরিবর্তন এবং হাওয়ার মারাত্মক (ঘণ্টায় ১২০ কিমি) গতিবেগের কারণে শুকনো গাছপালায় আগুন লাগে এবং তারপর সেই আগুন ধীরে ধীরে গোটা শহরে ছড়িয়ে পড়ছে। সান্টা আনা বায়ু যা শরৎকালে এবং শীতকালে ক্যালিফোর্নিয়া দেখা যায়, সেই শুষ্ক বাতাস এই আগুনকে আরো বেশি করে ছড়িয়ে দিচ্ছে।

লস এঞ্জেলসে মূলত পাঁচটি জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে – হার্টস, লিদিয়া, সানসেট, প্যালিসেড এবং ইটনি। এই ঘটনায় ইতিমধ্যেই বিদায়ী রাষ্ট্রপতি বাইডেনের সরকারকে দুষছেন ট্রাম্প।

About The Author