২২ একর জমির মাটি সরাচ্ছে কারা? উত্তর জানা নেই প্রশাসনের
রাজগঞ্জের কালিনগরে করতোয়া ব্রিজ থেকে সামান্য দক্ষিণে নদীর ওপর তৈরি হয়েছে নতুন আরেকটি ‘সেতু’। এই অস্থায়ী সেতু কে কবে বানাল? কি উদ্দেশ্যে বানাল? জিজ্ঞেস করলে বলতে পারছে না প্রশাসন। শাসক ও বিরোধী নেতারাও কিছু জানেন না বা দেখে জানাচ্ছি বললেন। তবে স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে সেই ব্রিজ দিয়ে পরপর গাড়ি ঢোকে। মাটি কেটে সরিয়ে নেয় অন্যত্র। তবে তা সরকারি কাজ কি না জানেন না কেউ। অবশ্য সেই কথা কেউ ক্যামেরার সামনে বলতে চান না।
গুগল ম্যাপে দেখলে বোঝা যায়, দীর্ঘদিন ধরেই এই ব্যাপার চলছে সেখানে। ম্যাপে ভালো করে খেয়াল করুন, এটা প্রায় ৩ বছর আগের স্যাটেলাইট চিত্র আর এটা বর্তমান অবস্থা। প্রায় ৩-৪ বছর ধরেই ঠিক এই জায়গায় প্রায় ২২ একর জমিতে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। কাজেই, এখনও কেন কিছু জানে না প্রশাসন? উঠছে প্রশ্ন।
রবিবার আমাদের ক্যামেরায় তোলা ছবিতে দেখা গেল, পরপর কয়েকটি হিউম পাইপ বসিয়ে তার ওপরে মাটি ফেলে তৈরি করা হয়েছে রাস্তা। কাছে গিয়ে দেখা গেল ওপর দিয়ে গাড়ির যাতায়াতও রয়েছে। একদিকে আর্থ মুভার। গাড়ি ঢুকিয়ে মাটি তোলার কাজ হচ্ছে। এখন সেই কাজ আইনি না বেআইনি বা কোন দপ্তর করাচ্ছে, সেটা বলতে পারছে না প্রশাসন। সেচ দপ্তর বা ভুমি দপ্তর, তাদের জিজ্ঞেস করলে তাঁরা বলেন, একটি বহমান নদীর ওপর এভাবে সেতু তৈরি করা যায় না। তবে যদি কোনও দপ্তরের অধিনে কাজ হয়ে থাকে তাহলে সেটা তাদের জানা নেই। জেনেই বলতে হবে। রাজগঞ্জের বিএলএলআরও বলেন, কেউ জানালে অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন। এলাকার প্রধান বলেন, বিষয়টা পুলিশকে জানাব। তারাই দেখে ব্যবস্থা নেবেন।
শেষ পাওয়া খবরে, সোমবার দুপুরে খবর পেয়ে সেখানে রাজগঞ্জ থানার পুলিশ গিয়েছিল। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয় তা ক্রমশ্য প্রকাশ্য।