কাঁটাতারে বোতল ঝোলাল BSF, তাতেও আপত্তি বাংলাদেশের

কোচবিহার: সীমান্তে পাচার ঠেকাতে কাঁটাতারে কাচের বোতল ঝোলাল বিএসএফ। আর সেই নিয়ে আবারও অশান্তি বাধানোর চেষ্টা বিজিবি তথা বাংলাদেশের।

ক’দিন আগেই তিনবিঘা করিডোর সংলগ্ন কুচলিবাড়ি খোলা সীমান্তে অস্থায়ী বেড়া দিয়েছিল গ্রামবাসীরা। আইন মেনেই বিজিবির বাঁধা উপেক্ষা করে সেখানে অস্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল। তবে ঘন কুয়াশায় যাতে বাংলাদেশের কেউ সেই বেড়া তুলে না দেয় এবং যাতে সেখান দিয়ে কোনও অনুপ্রবেশ বা পাচার না হয়, সেই কারণে গত দু’দিন ধরে সেই বেড়ায় জোড়ায় জোড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। আর সেই ঘটনা নিয়ে আবারও আপত্তি জানায় বিজিবি। যদিও তাদের কথায় আমল না দিয়ে গ্রামবাসী এবং বিএসএফ বোতল ঝুলিয়ে রেখেছে। এখন সেই বেড়ায় কেউ হাত দেওয়ার চেষ্টা করলেই কাচের বোতলের শব্দে টের পেয়ে যাবে বিএসএফ।

এই ঘটনা নিয়ে বাংলাদেশি মিডিয়ায় বিভ্রান্তিমুলক খবর প্রচার হয়। সেই কথা শুনে যথেষ্ট ক্ষুব্ধ এপারের বাসিন্দারা। গ্রামবাসীদের সাফ কথা, এতদিন সেখানে খোলা ছিল। সেই সুযোগে ওপারের দুষ্টু লোকেরা তাদের ফসল নষ্ট করত। সাম্প্রতিককালে সেই ঘটনা আরও বেড়ে গিয়েছে। তাই গ্রামবাসীরা একরকম বাধ্য হয়ে খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। এখন সেই বেড়ার সুরক্ষার্থে‌ই কাচের বোতল ঝোলানোর সিদ্ধান্ত। এখানে বাংলাদেশের আপত্তির কিছু নেই।

About The Author