শিলিগুড়ি: প্রতিবেশীর থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন ব্যক্তি। আর মাত্র ২০০ টাকাই ফেরানোর বাকি ছিল। আর সেই নিয়েই মর্মান্তিক কাণ্ড! বাকি টাকা সময় মত না ফেরানোয় তীব্র বাদানুবাদ। তারপরই প্রতিবেশীর হাতে খুন হলেন টাকা ধার নেওয়া ওই ব্যক্তি। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
মৃতের নাম সজল কর্মকার। দিন মজুরি করতেন। অভিযুক্ত প্রতিবেশীর থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। আর মাত্র ২০০ টাকাই ফেরানো বাকি ছিল, দাবি পরিবারের। গতরাতে ওই সামান্য ২০০ টাকা না ফেরানো নিয়েই বিবাদের শুরু, তার জেরেই খুন, বলে অভিযোগ। পুলিশেরও প্রাথমিক ভাবে তাই অনুমান। ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিস।
পুলিস জানিয়েছে, ধৃতের নাম মন্টু বর্মন। গত রাতে মদ্যপ অবস্থায় দুজনের মধ্যে গন্ডগোল বাঁধে। বচসার পর দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরমধ্যেই অভিযুক্ত ছুরি দিয়ে হামলা চালায়। তার জেরেই মৃত্যু হয় সজলের। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন সজলবাবু।
স্থানীয়দের কাছ থেকে তার পরিবার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয়। এরপরেই বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের মেয়ে শুক্লা সাহা। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মন্টু বর্মনকে। ধৃতকে আজ জলপাইগুড়ির আদালতে পেশ করা হয়।

