মালদা: উত্তপ্ত বাংলায় এবার ভয়ঙ্কর ছবি সামনে এল! মুর্শিদাবাদের ভিটে মাটি ছেড়ে গঙ্গা পেরিয়ে মালদায় উঠে আসছেন যাচ্ছেন সামসেরগঞ্জ, সুতি, ধূলিয়ানের বাসিন্দারা। এই ভিডিওগুলি দেখে প্রথমটায় অনেকেই বাংলাদেশের অবস্থা ভেবে ভুল করতে পারেন।
হাতে সামান্য কিছু খাবার, রাতেই আতঙ্ক নিয়ে দিশে হারা চলেছেন অজানা ঠিকানায়। তাঁদের চোখের সামনেই সাজানো ঘরবাড়ি, দোকান, সব তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা। প্রাণ ভয়ে কান্না চেপে ভিটে মাটি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। প্রায় শতাধিক পরিবার রাতে আশ্রয় নিলেন একটি হাইস্কুলে। শুভেন্দু অধিকারীও এই ভিডিওগুলি শেয়ার করে অবিলম্বে কেন্দ্রের পদক্ষেপের প্রস্তাব করেছেন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজির মাধ্যমে বেশ কিছু ভিডিয়ো পোস্ট করেছেন। সামসেরগঞ্জে গঙ্গার ধারে মালদহে যাওয়ার অপেক্ষায় বহু পরিবার। তাঁদের মুখ দিয়ে বেরিয়ে আসছে নির্যাতনের কাহিনী। দুষ্কৃতীরা কি কি করেছে, সবই বলছেন কান্না জড়ানো গলায়। পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও করছেন আতঙ্কিত এক বাসিন্দা।
বলছেন, “পুলিশ প্রশাসন সবই আছে গ্রামে। কিন্তু ওরা তো কিছুই করে উঠতে পারছে না। পুলিশ প্রশাসন এসে পালিয়ে যাচ্ছে।” এক মহিলা কাঁদতে কাঁদতে বললেন, “আমাদের কিচ্ছু নাই। রাতারাতি বাড়ি ঘর সব সব শেষ। থাকার মতো জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমাদের।” তিন দিন ধরে তপ্ত রয়েছে মুর্শিদাবাদ। হাইকোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ টহল দিচ্ছে।
বিভিন্ন জায়গায় জমায়েত হটাতে চলছে পুলিশি অভিযান। ধূলিয়ান পৌরসভার বিভিন্ন এলাকা ও সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। এদিকে, মালদাতেও নতুন করে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু প্রতিবাদীদের সংযত থাকার বার্তা দিয়েছেন। তবে তাতে খুব একটা কাজের কাজ কিছুই হচ্ছে না।