চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে আমেরিকার এই মহাকাশ গবেষণা সংস্থা। তার প্রথম ধাপ হিসেবে বুধবার চাঁদের উদ্দেশে রওনা হয়ে গেল নাসার রকেট। এদিন ‘আর্টেমিস ১’ মিশনের সফল উৎক্ষেপণ হল। চাঁদের উদ্দেশে পাড়ি দিল যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’।
এর আগে ‘আর্টেমিস ১’-এর রকেটে যেন শনির নজর পড়েছিল। প্রযুক্তিগত কারণ দেখিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল উৎক্ষেপণের তারিখ। তবে অবশেষে বুধবার চাঁদের উদ্দেশে উড়ে গেল আরটেমিস-১। মার্কিন মুলুকে ভোর রাতের ঘটনায় উত্তেজনা নাগরিকদের মধ্যে।
We are going.
For the first time, the @NASA_SLS rocket and @NASA_Orion fly together. #Artemis I begins a new chapter in human lunar exploration. pic.twitter.com/vmC64Qgft9
— NASA (@NASA) November 16, 2022
নাসার চাঁদে মানুষ পাঠানোর ‘মিশন’ সম্পন্ন হবে মোট ৩টি ধাপে। যার প্রথম ধাপ ‘আর্টেমিস ১’। এটি যাত্রীবিহীন অভিযান। যার মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলি চিহ্নিত করা। একই পরীক্ষা হবে মিশনের দ্বিতীয় ধাপেও। তা সফল হলে তৃতীয় ধাপের অভিযানে চাঁদে পাড়ি দেবে মানুষ। ৫০ বছর পর পৃথিবীর একমাত্র উপগ্রহে ফের মানুষ পাঠানোর জন্য উদ্যোগী হয়েছে নাসা।