অনিবার্য কারণে আজ অর্থাৎ বৃহস্পতিবার হাইকোর্টে হচ্ছে না নারদ মামলার শুনানি। ফলে আরও এক রাত নারদ মামলায় ধৃত চার হেভিওয়েটকে জেল হেপাজতেই থাকতে হবে। কেননা কলকাতা হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে আজ ডিভিশন বেঞ্চ বসবে না।
গত সোমবার নারদকাণ্ডে পশ্চিমবঙ্গের ৪ জন প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। বুধবার ভার প্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চে জামিন পুনর্বিবেচনায় এই মামলার ভার্চুয়াল শুনানি চলে। কলকাতা হাইকোর্ট প্রথমে বুধবার জানিয়েছিল যে, নারদ-মামলায় ওই ৪ নেতা-মন্ত্রীকে জামিন দেওয়া হবে কিনা, বৃহস্পতিবার সেবিষয়ে মতামত জানাবে। তবে তা শেষ অবধি পিছিয়ে যায়।
আদালত সূত্রে জানা গিয়েছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ না বসার জন্য এদিন শুনানি হচ্ছে না। আগামীকাল শুক্রবার হবে এই শুনানি। তাই সুব্রত-ফিরহাদ-মদন-শোভন, ৪ হেভিওয়েটকেই আরও একরাত জেল হেপাজতে থাকতে হবে।