তৃণমূলে ফিরছেন সপুত্র মুকুল রায়!

বিজেপি ছেড়ে তৃণমূলে কামব্যাক করতে চলেছেন সপুত্র মুকুল রায়? সূত্রের খবর অনুযায়ী আজই তৃণমূল ভবনে যেতে পারেন মুকুল রায়। তাঁর সঙ্গে থাকবেন তাঁর পুত্র শুভ্রাংশু। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের উচ্চ পদস্থ নেতাদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার কথা রয়েছে মুকুল এবং শুভ্রাংশুর রায়ের। সেখান থেকেই তাঁদের তৃণমূলে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মুকুল বিজেপি-র থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন। ভোটের আগে এবং পরে তাঁকে কোনও সাংগঠনিক ভূমিকায় সে ভাবে দেখাও যায়নি। বিধায়ক হয়েছেন বটে। কিন্তু শপথ নেওয়া ছাড়া অন্য কোনও ভূমিকায় তাঁকে দেখা যায়নি। বরং স্ত্রী-র অসুস্থতা নিয়ে তাঁর সঙ্গে বিজেপি-র দূরত্ব বাড়ছিল। তার পাশাপাশিই পাল্লা দিয়ে দূরত্ব কমছিল তৃণমূলের সঙ্গে। মমতা ভোটের আগে থেকে মুকুল সম্পর্কে প্রকাশ্যেই সহানুভূতিশীল থেকেছেন। মুকুলও প্রচারে নেমে মমতা-বিরোধী একটি শব্দও উচ্চারণ করেননি। ফলে অতীতের ‘বৈরিতা’ অনেকটাই কমেছে। তার সঙ্গেই যুক্ত হয়েছে সামগ্রিক ভাবে বিজেপি শিবিরের তরফে মুকুলের প্রতি ‘ঔদাসীন্য’। সব মিলিয়ে বিজেপিতে খুব স্বচ্ছন্দে ছিলেন না মুকুল। তাই আগে থেকেই তাঁকে নিয়ে চলছিল জল্পনা। কদিন আগেই পুত্র শুভ্রাংশুর ফেসবুক পোস্ট জল্পনা আরও বাড়িয়েছিল। জানা গিয়েছে, শুক্রবারই ঘনিষ্ঠ মহলে এই নিয়ে বৈঠক করেছেন মুকুল রায়। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আজই হতে পারে ঘোষণা।