বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় নবম স্থানে মুকেশ অম্বানি

মুম্বইঃ পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম দশের মধ্যে প্রবেশ করলেন মুকেশ আম্বানি। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মুকেশের মোট সম্পত্তির পরিমাণ এখন ৬৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৫০০ কোটি টাকা। তিনি বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তিদের মধ্যে এখন নবম স্থানে। রিলায়েন্সের ৪২ শতাংশের মালিক মুকেশ আম্বানি কোম্পানির ডিজিটাল ইউনিট, জিও প্ল্যাটফর্মস লিমিটেডে বিনিয়োগের কারনে এই স্থানে এসেছেন বলে মনে করা হচ্ছে।

শুধু এই শিরোপা পাওয়াই নয়, রিলায়েন্স গোষ্ঠীকে ঋণমুক্ত করার ক্ষেত্রেও নজির গড়েছেন মুকেশ আম্বানি। তিনি ঘোষণা করেছিলেন, ২০২১ সালের মার্চের মধ্যে তিনি রিলায়েন্সকে ঋণ থেকে মুক্ত করবেন। কিন্তু তার ন মাস আগেই তিনি সেটি পূরণ করেছেন।