ভোটে হেরে গিয়েও শিলিগুড়ির পুর-প্রশাসক গৌতম দেব

শিলিগুড়ি পুর নিগমের নয়া প্রশাসক হলেন তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। প্রশাসক পদ থেকে অপসারিত হলেন অশোক ভট্টাচার্য। রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের নয়া প্রশাসক করা হল গৌতম দেবকে। চার সদস্যের নতুন পুরবোর্ড গঠন করা হয়েছে।

গৌতম দেব বলেন, ‘আমি নিয়োগপত্র পেয়েছি। আগামীকালই শিলিগুড়ি পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসব। আমার প্রথম কাজ হচ্ছে কোভিড নিয়ন্ত্রণ।’অন্য দিকে, অশোক ভট্টাচার্য বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন। গৌতম দেবও হেরে গিয়ে পুর-প্রশাসক হলেন। তবে সে সব নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি হেরে গিয়েছি বলে আর প্রশাসকের পদে বসতে চাই না।’ বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘এই সিদ্ধান্ত অনৈতিক। যাঁরা পরাজিত হয়েছেন, তাঁদের প্রশাসক পদে বসানো হয় কিভাবে? মানুষ এর বিচার করবে।’