কোভিড ওয়ার্ডেই দম্পতির বিবাহবার্ষিকী উদযাপন করলেন স্বাস্থ্যকর্মীরা

করোনা পরিস্থিতিতে গান শুনিয়ে বা জনপ্রিয় গানে নাচের মাধ্যমে রোগীদের মনোবল বাড়াতে দেখা গিয়েছে নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। তবে কোভিড ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের তরফে রোগী দম্পতির বিবাহবার্ষিকী উদযাপনের ছবি সম্ভবত এই প্রথম। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নক্সালবাড়ি ব্লকের হাতিঘিষা সেফ হাউসে।

ফুলের তোড়া, মালা সঙ্গে কেক এবং গান-বাজনা! শুরু থেকে শেষ সবটাই আয়োজন করেছেন সেফ হোমের স্বাস্থ্যকর্মীরা। ঘোষ দম্পতির বিবাহ বার্ষিকীর বিষয়টি তাঁদের মেয়ের মাধ্যমে জানতে পারেন সেফ হোম কর্তৃপক্ষ। করোনা আবহে হয়ত দিনটি উদযাপনের কথা ভাবতেও পারেননি ওই দম্পতি। খবর শুনে স্বাস্থ্যকর্মীরাই উদ্যোগ নিয়ে তাঁদের বিশেষ দিনটি উদযাপন করলেন।

করোনা আক্রান্ত হওয়ার পর গত ১৫ মে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রেফার করা হয় এই সেফ হোমে। জানা গিয়েছে, ঘোষ দম্পতি শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। করোনা আক্রান্ত থাকাকালিন গত ১৮ মে তাঁদের বিবাহ বার্ষিকী উদযাপন করেন ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীরা। এরপর সুস্থ হয়ে গত ২১ তারিখ তাঁরা বাড়ি ফিরে গিয়েছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পায় বৃহস্পতিবার।

সেফ হোমের ইনচার্জ গোপাল কুণ্ডু জানান, এই অবস্থায় মানসিক ভাবে উৎফুল্ল থাকা টা খুব জরুরী। ওঁদের মেয়ের কাছ থেকে খবর পেয়ে স্টাফদের পরিচিত একজনের বাড়ি থেকে কেক এবং অন্য একটি বাগান থেকে ফুল তুলে এনে সাজিয়ে এই আয়োজন করা হয়েছিল।

About The Author