রাজগঞ্জে আসছেন মমতা, সভার মাঠ দেখলেন দুই নেতা

রাজগঞ্জ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা শেষ হয়েছে বৃহস্পতিবার। ভোটের পর নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী চলে এলেন উত্তরবঙ্গে। আগামী ১৭ তারিখ জলপাইগুড়ি জেলায় ভোট রয়েছে। তার আগে ১১ এপ্রিল রাজগঞ্জ বিধানসভায় মুখ্যমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে। সেই কথা মাথায় রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মাঠ দেখছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন এলাকার দুই বড় তৃণমূল নেতা; একজন প্রার্থী তথা বিধায়ক খগেশ্বর রায় এবং অন্যজন এসসি এসটি ওবিসি সেলের চেয়ারম্যান তথা তৃণমূলের নির্বাচনী কমিটির সভাপতি কৃষ্ণ দাস। দু’জনে মিলেই মাঠ দেখতে শুরু করেছেন সভার জন্য।

মুখ্যমন্ত্রীর সভার জন্য বেলাকোবা এবং আমবাড়ির সুদামগঞ্জের মাঠ পরিদর্শন করলেন রাজগঞ্জ বিধানসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী খগেশ্বর রায় এবং নির্বাচনী কমিটির চেয়ারম্যান কৃষ্ণ দাস। আগামী ১০ তারিখ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভোট রয়েছে। বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় কোচবিহারের ৯টি আসনে ভোটগ্রহণ। তার মধ্যে দিনহাটা, তুফানগঞ্জ কেন্দ্রও রয়েছে। শুক্রবার ওই দু’জায়গাতেই জনসভা করেন তৃণমূলনেত্রী।