স্থিতিশীল ‘করোনা আক্রান্ত’ মদন মিত্র

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র। মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে তাঁকে আপাতত জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে ৷ আপাতত অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত মদন মিত্র ৷

মদন মিত্রের অসুস্থতার খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। একটি পোস্ট করে তিনি লেখেন, ‘মদনদা সেরে উঠুন। খেলতে হবে আরও অনেকদিন। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। তবুও চাইব সেরে উঠুন।’ এর আগে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার মদন মিত্রকে কটাক্ষ করেছেন শ্রীলেখা। কিন্তু অসুস্থতার খবর পাওয়ার পর সৌজন্যের পথই বেছে নিলেন বাম সমর্থক এই অভিনেত্রী। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু চিকিৎসকদের ভাবাচ্ছে শ্বাসকষ্টের মতো উপসর্গ। এখনই বিপন্মুক্ত নন মদন মিত্র।

তাঁর দ্রুত আরোগ্য কামনায় শনিবার কামারহাটির ২২ নম্বর ওয়ার্ডের পঞ্চানন মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করেছেন মদন-অনুগামীরা। অথচ বাইপাসের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তৃণমূল নেতার মুখে শোনা গেল, যুদ্ধের বার্তা। মদন বলেন, ‘’যজ্ঞ নয়, শত্রু, মিত্র সকলের সুস্থতার কামনায় প্রার্থনা হোক।’

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত একদিনে এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৭৬ জন। এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই ২ হাজার ৮৩০ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কলকাতার পরেই এক দিনে সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় ২, ৫৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা ৭৯০, হাওড়া ৭৪৬, পশ্চিম বর্ধমান ৬৪৩, হুগলি ৫৯৪ এবং পূর্ব মেদিনীপুরে ৪১৯ দৈনিক সংক্রমণের পরিসংখ্যান ফের উদ্বেগ বাড়াচ্ছে।