চাঁদের মাটি ছোঁওয়ার আগে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। শেষমেষ সত্যিই বিপদ ঘটল। চাঁদের মাটিতে আছড়ে পড়ল রাশিয়ার চন্দ্রযান লুনা ২৫। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রবিবার বিবৃতি জারি করে দুর্ঘটনার কথা জানাল। এদিকে, চাঁদে নামার আগে শেষ প্রক্রিয়া সফলভাবে সেরে ফেলেছে ভারতের চন্দ্রযান-৩। সব ঠিক থাকলে বুধবার বিকেলে পৌনে ছ’টায় চাঁদে নেমে যাবে সেটি। রাশিয়ার ব্যর্থতা মানবতার জন্য বড় ক্ষতি বলে দাবি মহাকাশ বিশেষজ্ঞদের। কারণ রাশিয়া সফল হলে দীর্ঘ এক বছরের গবেষণা থেকে অনেক কিছুই জানা যেত বলে ধারণা বিজ্ঞান মহলের।
প্রায় ৫০ বছর পর রাশিয়ার তরফে নতুন করে চন্দ্রাভিযান শুরু হয়েছিল। ভারতের অনেক পড়ে মহাকাশে ছুটে গেলেও ভারতের আগেই চাঁদে নামার কথা ছিল। খরচও হয়েছিল তুলনামূলকভাবে অনেক বেশি। ছবিও পাঠিয়েছিল লুনা ২৫। কিন্তু শেষে ঘটল বিপত্তি। চাঁদের কক্ষপথ ঠিক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের মাটিতে গিয়ে পড়ল সেটি। রসকসমস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২ট বেজে ৫৭ মিনিটে লুনা ২৫ মহাকাশযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক ভাবে যা বোঝা যাচ্ছে, ওই মহাকাশযানের আর অস্তিত্ব নেই। চাঁদের বুকে ভেঙে পড়েছে বলেই ধারণা বিজ্ঞানীদের। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মহাকাশযানটির। যোগাযোগও করা যায়নি নতুন করে। এদিকে ভারতের অভিযান ঠিক ভাবেই এগিয়ে চলেছে। এখন অপেক্ষার আর ৩ দিন।