কলকাতা: সাত সকালে ভয়ঙ্কর কাণ্ড কলকাতা চিড়িয়াখানায়। পাচিল টপকে সটান সিংহের খাঁচায় ঢুকে পড়লেন সাধুবেশে থাকা এক ব্যক্তি। তাকে ঘাড় ধরে টেনে নিয়ে যায় সিংহ। ঘটনা নজরে আসতেই, কোনওমতে চিড়িয়াখানার কর্মীরা বার করে আনেন ওই ব্যক্তিকে। গুরুতর আহত অবস্থায় আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, জরুরি বিভাগে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি। তার নাম গৌতম গুছাইত। বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। তার ডান পা ও ডান কাঁধে আঘাত রয়েছে। চোট রয়েছে কোমরেও। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে একজন ভবঘুরে চিড়িয়াখানায় ঢুকে পড়েন। তাকে এদিক সেদিক ঘোরাঘুরি করতে বারণ করা হয়। শেষে এসে পড়েন একেবারে সিংহের খাঁচার সামনে। সেখানে পাঁচিলে উঠে তিনি সিংহের এনক্লোজারে ঝাঁপ দেন। কেউ কিছু বোঝার আগেই সিংহটি ওই ব্যক্তির ওপর আক্রমণ করে। সিংহটির পালক কোনওমতে এগিয়ে এসে ব্যক্তিকে রক্ষা করেন। এসএসকেএম-এ তার চিকিৎসা চলছে।
এর আগেও চিড়িয়াখানার একটি বাঘের খাঁচায় মালা হাতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তির মৃত্যু হয়।