ভোটের বাজারে সিনেমার ডায়লগ দিয়ে বাজিমাত করতে গিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির ব্রিগেড সমাবেশে হাজির হয়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন মিঠুন। সেখানেই তিনি মন্তব্য করেন, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’ তখনই এই ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন কিছু বুদ্ধিজীবিরা। তাদের দাবি ছিল ভোটের হিংসা ছড়ানোর জন্য এই উস্কানিমূলক মন্তব্য যথেষ্ট। যদিও তখন পাত্তা দেয়নি নির্বাচন কমিশন।
এরপরেও বিভিন্ন জায়গায় একাধিক বার এই ডায়লগ বলতে শোনা যায় অভিনেতাকে। মিঠুনের এই মন্তব্যগুলিকেই উসকানিমূলক বলে চিহ্নিত করে ৬ মে মানিকতলা থানায় মিঠুন ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সিটিজেন্স ফোরামের তরফে মৃত্যুঞ্জয় পাল। সেই মামলার শুনানিতে পুলিশের কাছে রিপোর্ট তলব করল শিয়ালদার এসিজেএম আদালত। ওই তদন্তের কতটা অগ্রগতি হয়েছে, তা জানতে চেয়ে তলব করেছে আদালত। এর পরিপ্রেক্ষিতেই এবার কলকাতা পুলিশ মিঠুনকে তলব করতে চলেছে। চলতি সপ্তাহেই তাঁকে মানিকতলা থানায় ডাকা হবে বলে মনে করা হচ্ছে।