Kolkata Fire: কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে শিশু সহ ১৪ জনের মৃত্যু

বাংলায় মন্দিরের উদ্বোধনের মুহূর্তেই কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশু সমেত ১৪ জনের মৃত্যু হল। অনাসৃষ্টির অভিযোগ বিজেপির। ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতার মেছুয়া বাজার সংলগ্ন হোটেলে আগুন লাগে। ঘটনার সময় হোটেলে ৮৮ জন গেস্ট ছিলেন। আটঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে দুই কর্মী ঝাঁপ দিয়েছিলেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর হোটেল থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার হয়। মোট ১৩ জনের দেহ হোটেল থেকে বের করে নিয়ে আসা হয়। সবমিলিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। মৃতদের মধ্যে দুই নাবালক-নাবালিকা রয়েছে। মৃতদের অনেকেই ভিনরাজ্যের বাসিন্দা বলে খবর।

হোটেলে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ জানান, মুখ্যমন্ত্রী দিঘা থেকে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। ঘটনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এদিকে, আগুন লাগার পর থেকে হোটেল মালিক পলাতক বলে জানা গিয়েছে। তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করেছে কলকাতা পুলিশ। বিষয়টি নিয়ে রাজনীতি করতে কাল বিলম্ব করেনি বিজেপি। বিজেপির এক নেতা সজল ঘোষ এই ঘটনাকে সরাসরি মন্দির উদ্বোধনের সঙ্গে জুড়ে দিয়েছেন।

About The Author