৫০টি বুলডোজার দিয়ে ‘অবৈধ’ বাংলাদেশি বস্তি গুঁড়িয়ে দিল গুজরাত প্রশাসন

আহমেদাবাদ: অবৈধ বাংলাদেশি পাকিস্তানি অভিবাসীদের দেশছাড়া করতে মাঠে নেমে পড়েছে গুজরাতের প্রশাসন। অবৈধ বাংলাদেশীদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিতে ৫০টি জেসিবি চলল একসঙ্গে।

পেহেলগাও কাণ্ডের পরপরই বুলডোজার চালিয়ে সাফা করা হল পুরো একটা বস্তি। প্রশাসনের এমন কর্মযজ্ঞ চলছে গুজরাতের বেশ কিছু জায়গায়। দুদিন আগেই এখান থেকে প্রায় ১০০০ অবৈধ বাংলাদেশিকে আটক করে স্থানীয় পুলিশ। এদিন চলল বুলডোজার। ভেঙ্গে দেওয়া হল ঘর বাড়ি।

প্রশাসন জানিয়েছে, সম্প্রতি একটি সার্ভে করে ওই এলাকায় অবৈধ নির্মাণের বিষয়টি সামনে আসে। তারপরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। “সিয়াসতনগর বাঙ্গাল ভাস” নামের একটি স্থান যেখানে প্রচুর বাংলাদেশি নাগরিকের বসবাস ছিল।

জয়েন্ট সিপি (ক্রাইম) শরদ সিংহলের মতে, জরিপে অবৈধ নির্মাণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর উচ্ছেদের কাজ শুরু হয়েছে। অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিতে ৫০টি জেসিবি কাজ করছে একসঙ্গে। এছাড়াও প্রায় ২ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।”

সম্প্রতি, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ভদোদরা পুলিশ ৫০০ জনেরও বেশি ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। ভদোদরার পুলিশ কমিশনার নরসিংহ তোমর এই নিয়ে বলেন, “অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ভাদোদরায় একটি বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ ৫০০ জনেরও বেশি সন্দেহভাজনকে আটক করে তাদের নথি যাচাইয়ের কাজ চালাচ্ছে।”

একই ধরনের পদক্ষেপে উমরগাঁও পুলিশ সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করে। জানা যায়, তারা প্রথমে বাংলাদেশ থেকে নেপালে গিয়েছিল। তারপর পশ্চিমবঙ্গ হয়ে অবৈধভাবে গুজরাতে প্রবেশ করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপরে তাদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

About The Author