সন্দীপ ঘোষকে শুরুতেই গ্রেফতার করা উচিত ছিল: বিচারপতি সিনহা

আরজিকর হাসপাতালে যার দায়িত্বে থাকাকালীন এত বড় ঘটনা ঘটেছে তাকে কেন গ্রেফতার করা হলনা? অথচ আরজি কর নিয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসা এক ছাত্রনেতাকে ‘নেতা’ বলে তাকে গ্রেফতার করল পুলিশ! এই ঘটনায় সরাসরি রাজ্য’কে প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি করে চিকিৎসক ছাত্রীর খুন এবং ধর্ষণের ঘটনায় ঘটনার সময়ে দায়িত্বে থাকা অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বহুবার তদন্তের স্বার্থে ডাকা হলেও এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি কারও তরফেই। অথচ এদিকে নবান্ন অভিযানের ডাক দিয়ে গ্রেপ্তার হতে হয়েছে এক ছাত্রনেতা সায়ন’কে। বিচারপতি সিনহার মতামত, সন্দীপ ঘোষকে শুরুতেই গ্রেফতার করা উচিত ছিল। কারণ তার দায়িত্বে এত বড় একটা কাণ্ড হয়েছে।

শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, যার নজরদারিতে থাকাকালীন এত বড় ঘটনা ঘটেছে তাকে কেন ‘কাস্তডি’তে নিয়ে জিজ্ঞাসাবাদ বা তদন্ত করল না পুলিশ।

About The Author