মদ খেয়ে ডিউটি করলেই বাতিল হবে চাকরি! সিভিকদের বিরুদ্ধে কড়া নির্দেশ

কলকাতা: আরজি কর কাণ্ডে গ্রেফতার হয়েছেন এক সিভিক ভলান্টিয়র। আর তারপর থেকেই সিভিক ভলান্টিয়রদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠতে শুরু করেছে বিভিন্না জায়গায়। গত রাতেই এক মদ্যপ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে প্রতিবাদীদের ব্যারিকেডে ধাক্কা মারার অভিযোগ ওঠে। লাগাতার এই অভিযোগের পর সিভিকদের নিয়ে এবার কড়া পদক্ষেপ লালবাজারের। এখন থেকে ডিউটি চলাকালীন সিভিক ভলেন্টিয়াদের কেউ মদ্যপ হিসেবে ধরা পড়লে তার চাকরি বাতিল করে দেওয়া হবে।

গত রাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিশেষ কর্মসূচি ছিল। রাত্রি ১১টা থেকে শুরু হয় জমায়েত। তবে ভোরের দিকে আচমকাই আচমকাই ব্যারিকেডে ধাক্কা মারে এক বাইর আরোহী। অবস্থানরত এক ছাত্রীর দাবি, ওই বাইকে লেখা ছিল পুলিশ। অভিযুক্ত নিজেও জানিয়েছেন যে তিনি ডিউটি-তে রয়েছেন। এরপরই বিক্ষোভকারীদের প্রশ্ন, একজন পুলিশকর্মী মদ্যপ অবস্থায় অন ডিউটি থাকেন কী করে? এই ঘটনার পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়রকে ছেড়ে দেয় ট্রাফিক সার্জেন্ট। লালবাজার সূত্রে খবর, সার্জেন্টের নামে অভিযোগ থাকায় ক্লোজ করা হয়েছে ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।