কাশ্মীরে সেনা টহলদারির সময় জঙ্গি হামলা, শহীদ ১ জওয়ান, জখম ৩

কাশ্মীর: জম্মু কাশ্মীরে এবার সেনা জঙ্গি সংঘর্ষে জঙ্গির গুলিতে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩ জন এবং এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর।

বুধবার সকালে বারামুলায় ঘটেছে এই ঘটনা।
জানা গিয়েছে, বারামুলার সপেরায় চেকিং চলাকালীন কর্তব্যরত জওয়ানদের লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে একদল জঙ্গি। অতর্কিতে হামলার প্রতিবাদে পাল্টা গুলি ছোড়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও। ঘটনাস্থলে এক সিআরপিএফ জওয়ান গুরুতর জখম হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। গোলাগুলির সময় ঘটনাস্থলে গাড়ির মধ্যে এক স্থানীয় বাসিন্দার গায়ে গুলি লাগে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার পর এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।

About The Author