নয়াদিল্লি: জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের গরীবদের জন্য লকডাউনের সময় থেকে বিনামূল্যে রেশন চালু করে কেন্দ্র। এবার নভেম্বর পর্যন্ত রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি নয়ে ভাষণের শুরুতেই তিনি বলেন, ‘এখন সর্দি কাশি হওয়ার সময়। সবাই নিজের যত্ন নেবেন। বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভাল। সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্তের জেরে কয়েক লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। তবে আনলক ওয়ান শুরু হওয়ার পর মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিয়ে কিছুটা গাফিলতি দেখা গিয়েছে।’
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘অনেক জায়গায় সুরক্ষা বিধি উপেক্ষা করা হয়েছে, যাঁরা নিয়ম মানছেন না তাঁদের থামাতে হবে এবং বোঝাতে হবে। সম্প্রতি এক দেশের প্রধানমন্ত্রীকে ১৩ হাজার টাকার জরিমানা করা হয়েছে মাস্ক না পরার জন্য। ভারতেও তেমনটাই করতে হবে। দেশের প্রধান হোক বা গ্রামের প্রধান কেউই নিয়মের উর্ধ্বে নন।’
এদিন আর্থিক সাহায্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গত তিন মাসে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। দেখতে গেলে আমেরিকার মত জনসংখ্যার আড়াই গুণ বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। দীপাবলী ও ছটপূজার কথা মাথায় রেখে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে।’
করোনা পরিস্থিতিতে দেশের কৃষক ও করদাতাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি, এক রাষ্ট্র এক রেশন কার্ড ব্যবস্থার কথাও বলেন মোদি।এবিষয়ে রাজ্য সরকার গুলিকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।