কোর্ট থেকে ফেরার পথে আসামির গুলিতে কাবু দুই পুলিশ! পালাল অভিযুক্ত

আসামিকে কোর্ট থেকে জেলে নিয়ে যাচ্ছিল পুলিশ। আর তখনই দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে গেল খোদ আসামি। জানা গেল, বাথরুম করতে নেমে কম্বলের তলা থেকে বন্দুক বের করে চালিয়েছিল সাজ্জাক আলম নামের ওই আসামি। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ঘটনা যেন টানটান ‘থ্রিলার’।

বুধবার সন্ধ্যারাতে নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য নামের দুই জখম পুলিশকর্মীকে রক্তাক্ত অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিং‌হোমে আনা হয়।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, কোর্ট থেকে আসামীকে নিয়ে ফেরার পথে একদল দুষ্কৃতী ওই হামলা চালিয়েছিল। পড়ে উত্তরবঙ্গের এডিজি আইজি এবং পুলিশ সুপার জানালেন, কোনও দুষ্কৃতীদল নয়, গুলি চালিয়েছে খোদ আসামি। বাথরুম করতে যাব বলে নেমে, কম্বলের তলা থেকে বন্দুক তুলে আক্রমন করে পালিয়ে গেছে। ওই আসামি কীভাবে আর কোথা থেকে আগ্নেয়াস্ত্রটি পেল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় পরে উত্তরবঙ্গে এডিজি আইজি রাজেশ যাদব জানান, আসামিই গুলি চালিয়েছিল। তিনি জানিয়েছেন, এদিন প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় মাঝপথে প্রকৃতির ডাকে সাড়া দিতেন নামেন ওই আসামি। তারপর আস্তে আস্তে কম্বলের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালিয়ে দেন। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই আসামি পগারপার। জেল থেকেই ওই আসামির কাছে আগ্নেয়াস্ত্র ছিল? নাকি কোর্ট চত্বরে কেউ তাঁকে ওই আগ্নেয়াস্ত্র দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়। দুই পুলিশকর্মীর শরীরে তিনটি গুলি লেগেছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল জেলা পুলিশ মহলে।

About The Author