Kumbh Mela: লাখ টাকার চাকরি ছেড়ে মানসিক শান্তির খোঁজে তিনি এখন ‘আইআইটি বাবা’

ছিলেন এরোস্পেস ইঞ্জিনিয়ার! লাখ টাকার চাকরি ছেড়ে মানসিক শান্তির খোঁজে তিনি এখন ‘আইআইটি বাবা’। অনর্গল ইংরেজিতে কথা বলছেন। হাসিমাখা মুখে বিজ্ঞের মত কথা। মুম্বইতে আইআইটি নিয়ে পড়েও সব মায়া কাটিয়ে তিনি এখন এই পথে কেন? সামাজিক মাধ্যমে ভাইরাল এই বাবাকে নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই।

১২ বছর পর ত্রিবেণী সংগমে এবারের কুম্ভ মেলায় কোটি কোটি মানুষের সমাগম। তার মধ্যে সকলের নজর কেড়েছেন এই ‘আইআইটি বাবা’।

তিনি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাতকারে জানান, উনার নাম অভয় সিং। হরিয়ানার বাসিন্দা। বিজ্ঞান নিয়েই তার পড়াশোনা। আইআইটি বোম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন। চার বছর মুম্বাই থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিও করেছিলেন। তবে ক্রমশই তার জীবন ধারা পাল্টে যায় সন্ন্যাসী জীবনের প্রতি ঝুঁকে যান তিনি। কারণ তার শখ ছিল  ট্র্যাভেল ফটোগ্রাফির। আর সেই দিকে ঝুঁকতেই জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায় তার। ছবি তুলতে গিয়ে তিনি প্রকৃতির আসল ছবি দেখতে পান বলে দাবি। তাই সব ছেড়ে সন্ন্যাসীর পথই বেছে নিয়েছেন এই ব্যক্তি।

ইঞ্জিনিয়ারিং করলেও অভয় জানান তার আধ্যাত্মিক ভাবের উদয় হয়। তাই তার কাছে সব মায়া মোহ তুচ্ছ মনে হয়। জানা যায়, তিনি মেধাবী ছাত্র হলেও সেই দিকে তিনি জীবনের আনন্দ খুব একটা পাননি। তারপরই সবকিছু ছেড়ে দিয়ে তিনি আধ্যাত্মিক হয়ে ওঠার কথা ভেবেছিলেন। এবারের কুম্ভ মেলায় সকলের নজর কেড়েছেন অভয় ওরফে ‘আইআইটি বাবা’।

About The Author