করোনার জের! এবারের মত বাতিল আইপিএল

পরপর ক্রিকেটারদের কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার পর আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত স্থগিত রাখা হচ্ছে আইপিএল। ফের কবে শুরু হবে তা এখনও জানানো হয়নি। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রাজীব শুক্ল সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘এবারের মতো বাতিল করা হচ্ছে আইপিএল।’ একাধিক ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার আইপিএল খেলতে রাজি নন বলে জানা গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং সদস্যরা করোনা আক্রান্ত হন।

মঙ্গলবার জানা গিয়েছে ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্র করোনা আক্রান্ত হয়েছেন। চেন্নাই দল ইতিমধ্যেই ৬ দিনের জন্য কঠোর নিভৃতবাসে রয়েছে। সুত্রের খবর, এই মুহূর্তে আইপিএল-এর ৬টি দল কঠোর নিভৃতবাসে রয়েছে। ঋদ্ধির জ্বর ছিল গত চারদিন ধরে। সোমবার রাতে করোনা পরীক্ষা হয় তাঁর। তার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে নিভৃতবাসে পাঠানো হয় তাঁকে। হায়দরাবাদ দলকে কঠোর নিভৃতবাসে পাঠানো হয়। কলকাতার ২ ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার পর আতঙ্ক তৈরি হয়ে দিল্লি ক্যাপিটালস দলেও। ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের দল নিয়েও চিন্তা রয়েছে। পরপর করোনা আক্রান্ত হওয়ার পর এবছরের মতো বাতিল করা হল আইপিএল।