নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় সীমান্ত রক্ষী বাহিনীর আরও ৫৩ জওয়ানের শরীরে মিলল করোনার সংক্রমণ। অন্যদিকে একই সময়ে ৪ জন সুস্থ হয়েছেন বলে খবর রয়েছে। বিএসএফ সূত্রে খবর, এ পর্যন্ত মোট ৬৫৯ জন জওয়ান সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে ৩৫৪ বিএসএফ জওয়ান এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবারই করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের সংখ্যাটা ছিল ৩০৫। এদিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ২১ জওয়ান। মাত্র ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজকের হিসেব অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৬ হাজার ৮৪০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫২২ জন।