অ্যাথলিট হিমা দাস এখন অসম পুলিশের ডিএসপি

ডেস্ক: অসম পুলিশের ডিএসপি হিসেবে অন্তর্ভুক্ত হলেন হিমা দাস। পাশাপাশি, তাঁর অ্যাথলেটিক্স ক্যারিয়ারও অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার স্টার স্প্রিন্টার হিমা দাসকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের উপস্থিতিতে অসম পুলিশের ডিএসপি পদে অন্তর্ভুক্ত করা হল। তাঁর ছোটোবেলার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বলে জানান হিমা। প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সোনোওয়াল ও রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তারা এবং পুলিশ আধিকরকসহ পুলিশ বিভাগের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে হিমাকে নিয়োগপত্র হস্তান্তর করা হল এদিন।

ডিএসপি হিসাবে অন্তর্ভুক্তির পর ওই সমাবেশে বক্তব্য রাখার সময় ২১ বছর বয়সী হিমা জানান, তিনি যখন ছোট ছিলেন তখনই তিনি পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিলেন; ‘এখানকার লোকেরা জানেন এবং আমি আলাদা করে কিছু বলতে চাই না। আমার প্রথম দিনের স্কুলকাল থেকেই, আমি একদিন পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম এবং আমার মাও এই কামনা করেছিলেন।’ ‘পুজোর সময় একটি বন্দুক কিনতেন আমার মা এবং আমাকে আসাম পুলিশে কাজ করতে, জনগণের সেবা এবং ভাল মানুষ হতে বলতেন।’

এশিয়ান গেমসের রৌপ্যপদক বিজয়ী এবং জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন বলেছেন যে তিনি রাজ্য পুলিশে চাকরির পাশাপাশি তার খেলাধুলায় শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, ‘খেলাধুলার কারণে আমি সবকিছু পেয়েছি, রাজ্যে খেলাধুলার উন্নতির জন্য কাজ করার চেষ্টা করব এবং আসামকে হরিয়ানার মতো দেশের অন্যতম সেরা পারফরম্যান্স রাজ্য হিসাবে গড়ে তোলার চেষ্টা করব।’