বাংলায় ২৭ মার্চ থেকে ভোট, ৮ দফায় ভোটগ্রহণ, ফল ২ মে: কমিশন

BREAKING NEWS: বাংলায় ২৭ মার্চ থেকে ভোট, ৮ দফায় ভোটগ্রহণ, ফল ২ মে: কমিশন;

বাংলায় প্রথম দফায় ভোট ২৭ মার্চ (৩০ আসন), দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল (৩০ আসন), তৃতীয় দফায় ভোট ৬ এপ্রিল (৩১ আসন), চতুর্থ দফায় ভোট ১০ এপ্রিল (৪৪ আসন), পঞ্চম দফায় ভোট ১৭ এপ্রিল (৪৫ আসন), ষষ্ঠ দফায় ভোট ২২ এপ্রিল (৪৩ আসন), সপ্তম দফায় ভোট ২৬ এপ্রিল (৩৬ আসন), অষ্টম দফায় ভোট ২৯ এপ্রিল (৩৫ আসন), কলকাতায় ২ দফায় ভোট: সুনীল অরোরা।

বাংলায় দুই বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে, বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস। বাংলায় আয়-ব্যয়ের পর্যবেক্ষক বি মুরলিকুমার, সংবেদনশীল কেন্দ্রগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে একসঙ্গে ৫ জনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। সতর্কতা মেনে সর্বাধিক ৫টি গাড়ি নিয়ে পথসভা করা যাবে। অনলাইন মনোনয়ন জমা দেওয়া যাবে। সশরীরে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে ২ জন যেতে পারবেন।

অসমে ২৭ মার্চ থেকে ৩ দফায় ভোট। ভোটগণনা ২ মে: সুনীর অরোরা। ফৌজদারি মামলায় যাঁরা অভিযুক্ত, বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে তাঁদের; সিসিটিভি নজরদারিতে ভোটদান ভোটকেন্দ্রগুলিতে: সুনীল অরোরা।