জামিনে স্থগিতাদেশ হাইকোর্টের! চারজনকেই থাকতে হবে জেল হেপাজতে

শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছিল ফিরহাদ, সুব্রত, মদন এবং শোভনের। সেই জামিনের জামিনের বিরুদ্ধে সোমবারই কলকাতা হাই কোর্টে গিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন গ্রহণ করে জামিনের নির্দেশে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। শুনানি হবে আগামী বুধবার। রাতেই তাদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে।

সোমবার সকালে নারদা কাণ্ডে চার হেভিওয়েটকে গ্রেপ্তার করে সিবিআই। ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়াল শুনানি শেষে চারজনেরই জামিন মঞ্জুর করেন বিচারক। এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে সিবিআই। শুনানি হয় ভার্চুয়ালি। শুনানি পর্বে মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানায় সিবিআই। এছাড়াও সিবিআই-এর তরফে আদালতে জানানো হয়, ধর্না এবং তৃণমূল কর্মীদের বিক্ষোভের ফলে তদন্তে বিঘ্ন ঘটেছে। জামিনে স্থগিতাদেশ জারি হওয়ায় বুধবার অবধি চার হেভিওয়েটকেই থাকতে হবে জেল হেপাজতে।