অত্যন্ত সঙ্কটজনক বুদ্ধদেব, হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী, বিমান, ফিরহাদ

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি উডল্যান্ডস হাসপাতালে৷ বুধবার সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুদ্ধবাবুর পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বুদ্ধবাবুর খোঁজখবর নেন। এর আগে উডল্যান্ডসে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে বুদ্ধবাবুকে। বুদ্ধবাবুর মেয়ের কাঁধে হাত রেখে ভরসা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুদ্ধবাবুর সিটি স্ক্যানে পুরনো নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে। বুদ্ধবাবুর চিকিৎসায় ইতিমধ্যে ৫ সদস্যের দল গঠন করা হয়েছে। এই মেডিক্যাল টিম সবসময় বুদ্ধবাবুর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।

About The Author