সীমান্তে জারি সতর্কতা, সিদ্ধান্ত গ্রহণে পূর্ণ স্বাধীনতা সেনাকে :সূত্র

নয়াদিল্লি: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চিনা আগ্রাসন মোকাবেলার জন্য ভারতীয় সেনাকে জরুরি ভিত্তিতে পূর্ণ স্বাধীনতার দেওয়া হয়েছে। সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে। এছাড়াও উত্তর ও উত্তর-পূর্ব ভারতের চিন-ভারত সীমান্তে হাই এলার্ট জারি করা হয়েছে বলে সূত্রের খবর। বায়ুসেনার এয়ারবেস গুলিকে তৈরি রাখা হয়েছে বলেও জানা গিয়েছে।

সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার রাতের সংঘর্ষে একজন কর্নেল র‌্যাঙ্কের কর্তা সহ ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হয়েছেন। বৈঠকের পরই গালওয়ান উপত্যকায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

চাইনিজ সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস জানিয়েছে যে চিনা পিএলএ বিমান ও যানবাহন (ইউএভি) এবং তোয়ানো আর্টিলারি নিয়ে মহড়া দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং চিনা সেনার মধ্যে গত মাস থেকেই লাদাখে গন্ডগোল চলছিল। কিন্তু সোমবার রাতে তা সংঘর্ষের আকার নেয়।

About The Author