করোনা মৃত্যু গোয়ার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর

পানাজি: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল গোয়ার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুরেশ আমোনকরের। বেশ কিছুদিন ধরেই জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। সোমবার তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। করোনা উপসর্গ নিয়ে গত মাসের ২২ তারিখে কোভিড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরের দিন থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার তিনি করোনা সংক্রমণের জেরে মারা যান। তাঁর প্রতি শেষ শ্রদ্ধাজ্ঞাপন করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি ট্যুইট করে লিখেছেন, ‘রাজ্যে তাঁর অবদান ভোলার নয়। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই’। ১৯৯৯ সালে তিনি স্বাস্থ্যমন্ত্রকের পাশাপাশি সোশ্যাল ওয়েলফেয়ার, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, ফ্যাক্ট্রি অ্যান্ড বয়লার্স মন্ত্রকের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনীতিবিদরা।

 

About The Author