ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসনারো। মঙ্গলবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন। এদিন প্রেসিডেন্ট জানান, তিনি করোনা সংক্রমিত, তবে তার শারীরিক কোনো অসুবিধে নেই। ব্রাজিলের প্রেসিডেন্ট আরও জানান, গত রবিবার সামান্য শারীরিক অসুবিধা লক্ষ্য করে তাঁর করোনার পরীক্ষা করা হয়েছিল। তিনি শারিরিক ক্লান্তি অনুভব করছিলেন। সেই সঙ্গে প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইট উত্তাপের জ্বর এসেছিল যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় করোনা সংক্রান্ত পরীক্ষা করা হয়। পাশাপাশি, তাঁর ফুসফুসের এক্সরে চিত্র নেওয়া হয়।
মঙ্গলবারে রিপোর্টে তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। প্রেসিডেন্ট করোনা সঙ্ক্রমিত হওয়ায় চলতি সপ্তাহের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর আগেও তাঁর তিনবার করোনা পরীক্ষা করা হয়েছিল তবে সে সময় প্রত্যেকবারই রিপোর্ট নেগেটিভ এসেছিল। প্রসঙ্গত বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্ত দেশ আমেরিকার পরই রয়েছে ব্রাজিল। সে দেশে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্য বিভিন্ন নিয়ম কানুন মেনে চলার কথা বলেছেন প্রেসিডেন্ট।