গালওয়ানে পিছু হঠল চিনা বাহিনী

নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় অবশেষে পিছু হঠল চিন৷ একই সঙ্গে ভারতীয় বাহিনীও পিছু হঠেছে৷ কয়েকদিন আগেই লেফটেন্যান্ট স্তরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ পূর্ব লাদাখের গালওয়ান নদীর উপত্যকায় ভারত ও চিন উভয়েই নিজেদের সেনাবাহিনী কমপক্ষে ১ কিলোমিটার পিছিয়ে নিয়েছে। সেনা প্রত্যাহার করে নেওয়ায় তৈরি হয়েছে একটি বাফার জোন। তবে এটি দীর্ঘস্থায়ী এবং সত্যিকারের নিষেধাজ্ঞা জের কিনা তা নিশ্চিত করতে কিছু সময় অপেক্ষা করতে হবে। সুত্র আরও জানিয়েছে, নদী-বাঁকে বাঁধের ওপর অবৈধভাবে দখলকৃত জায়গায় চিনের সেনাদের নির্মিত অস্থায়ী কাঠামো সরিয়ে নেওয়া হচ্ছে।

https://twitter.com/AlphaWo40963407/status/1280027001894526977

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার লাদাখের ফরোয়ার্ড পোস্টে পরিদর্শনে গিয়েছিলেন। সেই ঘটনার প্রায় তিন দিন পর গত ২৪ ঘন্টার মধ্যেই সেনার সরনের খবর এসেছে। শুক্রবারই প্রধানমন্ত্রী যেখানে কয়েক হাজার সেনাকে সম্বোধন করেছিলেন এবং নাম না করেই চিনকে সাবধান করেছিলেন। সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, সম্প্রসারণবাদের যুগ শেষ হয়েছে। সম্প্রসারণবাদী শক্তিগুলি না হয় পরাজয় শিকার করুক নতুবা ফিরে যাক।

গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর গত সপ্তাহে তৃতীয় দফায় আলোচনার জন্য ভারত ও চিন সেনাবাহিনীর কমান্ডাররা বৈঠক করেন। লেফটেন্যান্ট-জেনারেল পর্যায়ের এই বৈঠকে মে মাসের শুরুর দিকের সংঘর্ষ এবং ভারত ও চিনের মধ্যে ডি-ফ্যাক্টো সীমান্ত নীতি নিয়ন্ত্রণ ও টানাপোড়ন হ্রাস করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্প্রতি স্যাটেলাইট ছবিতে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন একাধিকবার চিনা অনুপ্রবেশ এবং ভারী অস্ত্রশস্ত্রসহ চিনের নির্মাণকাজের প্রমাণ মিলেছে। গালওয়ান উপত্যকায় চিনের সেনারা অবৈধভাবে ৪২৩ মিটার ভারতীয় এলাকা দখল করেছে। এমনই হদিস মেলে স্যাটেলাইট চিত্রে। বর্তমানে, উভয় পক্ষের সেনাদের মধ্যে একটি বাফার জোন তৈরি করা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ জুন চিনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন।

About The Author