রাজগঞ্জ: রাজগঞ্জের ফুলবাড়িতে পথ দুর্ঘটনায় আহত হলেন ২ জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি বাইপাস মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি বাইপাস রোড থেকে একটি বাস শিলিগুড়ি যাওয়ার ভুল রাস্তায় ঢুকে পড়ে। ফলে সেদিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত হন দু’জন। তাঁদের বাড়ি শিলিগুড়ি রবীন্দ্রনগর এলাকায়। স্থানীয়দের সহযোগিতায় সেই দু’জনকে উদ্ধার করে বেসরকারি একটি নার্সিংহোম পাঠানো হয়েছে।