নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি: করোনা সংকটেও ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে অনবরত কাজ করে চলেছেন ট্রাফিক পুলিশকর্মীরা। বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন এই ফ্রন্টলাইনার যোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাঁদের হাতে তুলে দিয়েছেন মাস্ক, স্যানিটাজার ও বিভিন্ন সরঞ্জাম। মঙ্গলবার জলপাইগুড়ির AIMS এবং NIMS ইন্সটিউটিশনের পক্ষ্য থেকে সংস্থার চেয়ারম্যান লুইদা জলপাইগুড়ি শহরের ট্রাফিক ওসি শান্তা শীলের হাতে N95 মাস্ক ও ১০০ পিস সার্জিক্যাল মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দিয়েছেন।