ফাটাপুকুর মনিপুরে করোনা আক্রান্ত হয়েছেন এক তরুণী। করেনটাইন জোন ঘোষণা করা হয়েছে এলাকা। খবর পেয়ে ফাটাপুকুরের করোনা আক্রান্ত পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিধায়ক।
রাজগঞ্জের ফাটাপুকুর মনিপুরে এক তরুণী করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে পরিবারটি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। রোজকার কাজের পাশা পাশি বাজারঘাট করতেও অসুবিধার সম্মুখিন হয়ে পড়েছেন। খবর পেয়ে সেখানে পৌঁছান বিধায়ক খগেশ্বর রায়। বুধবার তিনি ওই বাড়িতে গিয়ে চাল, ডাল, দুধ, ডিম সহ কিছু খাদ্য সামগ্রী পরিবারের হাতে তুলে দেন। তার সঙ্গে ছিলেন এলাকার সমাজসেবী সর্বানি ধারা, বিলে ধারা, সন্তোষ রায় সহ অন্যান্যরা।