নজরে করোনা! গণনাকেন্দ্রে ঢোকার ক্ষেত্রে প্রার্থীদের জন্য নয়া নিয়ম কমিশনের

করোনা আবহে নতুন নিয়ম ঘোষণা নির্বাচন কমিশনের। যদি টিকার ২টি ডোজ না নেওয়া থাকে, তবে গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থী। গননাকেন্দ্রে ঢোকার আগে দেখাতে হবে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্টও। গণনার ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে প্রার্থীদের। করোনা পরিস্থিতি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত ঘোষণা কমিশনের।

আগামী রবিবার, ২ মে পশ্চিমবঙ্গ-সহ দেশের ৪ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা। এর আগে মঙ্গলবারই দেশে করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে বিজয় মিছিল করে জয়ের উদযাপনেও নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। বুধবার নতুন নির্দেশিকায় তারা জানিয়েছে, প্রার্থী এবং তাঁদের এজেন্টরা আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখালে তবেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।এই রিপোর্ট কোনও ভাবেই ৪৮ ঘণ্টার বেশি পুরনো হলে চলবে না। এছাড়া, এজেন্টের তালিকাও গণনার তিন দিন আগে পেশ করতে হবে। তবে আরটি-পিসিআর টেস্টের পাশাপাশি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্টও গ্রাহ্য হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

About The Author