Jalpaiguri: নবমীর সকালের ঝড়ে ভেঙে পড়ল পুজোর গেট

জল্পাইগুড়ি: নবমীর সকালে ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল জলপাইগুড়ির ওদলাবাড়ি বিবেকানন্দ পল্লীর পুজোর গেট। প্রস্তুতির মাঝে ছেদ, হতাশার ছায়া উদ্যোক্তাদের চোখে মুখে।

নবমীর সকাল থেকেই মুখভার আকাশের। পাহাড় তলি এলাকায় কোথাও কোথাও ঝড়-বৃষ্টি। নবমীর সকালেই বৃষ্টি ও ঝড়ে ভেঙে পড়ল জলপাইগুড়ির ওদলাবাড়ি বিবেকানন্দ পল্লীর আলোকসজ্জিত গেট। দীর্ঘদিনের প্রস্তুতি, ক্লাব সদস্যদের পরিশ্রম—সব যেন মুহূর্তে ভেসে গেল বৃষ্টির ধারায়।

বিবেকানন্দ পল্লী ক্লাবের সদস্যরা জানিয়েছেন, গেট তৈরিতে ছিল বহুদিনের পরিকল্পনা। আলোর ছটায় সাজানো সেই গেটই ছিল নবমীর রাতের মূল আকর্ষণ। কিন্তু প্রকৃতির খেয়ালে সেই আনন্দে পড়ল ছেদ। আবহাওয়া দফতরের পূর্বাভাসই বাস্তব হল আজ।

তবুও মনখারাপের মাঝেও শহরবাসী আশাবাদী। শেষ দিনের উৎসবে নতুন আলোই ফিরিয়ে আনবে আনন্দের রং। অন্যদিকে, মালবাজারের নদীগুলিতে আচমকাই জল বেড়ে গিয়েছে। সজাগ দৃষ্টি রাখছে প্রশাসন।

About The Author