বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে এলেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষকে সেই জায়গা থেকে সরিয়ে একেবারে সর্বভারতীয় সহ সভাপতি পদে অধিস্টান করল বিজেপি। দলের সর্বভারতীয় সহ-সভাপতি হলেন দিলীপ ঘোষ। এই জায়গায় ছিলেন সদ্য তৃণমূলে ফেরত আসা মুকুল রায়। অর্থাৎ তাঁর ছেড়ে যাওয়া জায়গায় অভিষিক্ত হলেন দিলীপ।
এদিকে বঙ্গ বিজেপির সভাপতি পদে অধিস্টান হলেন সুকান্ত মজুমদার। তিনি বিজেপির বালুরঘাটের সাংসদ। সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তত্ত্বাবধানেই বিরাট রদবদল ঘটল। সময়সীমার আগেই দিলীপ ঘোষকে বাংলার পদ থেকে সরিয়ে দেওয়া হল। বদলে কেন্দ্রে অভিষিক্ত করল বিজেপি। টুইটে নয়া সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষ।
ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্যসভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি | pic.twitter.com/Sgl8em4U8J
— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) September 20, 2021