এবার কি তবে তৃণমূল ছেড়ে আপ-কংগ্রেসে যোগ দেবেন দেবাংশু?

মুকুল রায়ের বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়। এরমধ্যেই তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা, তিনি দল ছাড়বেন কিনা।

বিরোধী মহলের তরফে ২০১৭ সালের মে মাসে করা দেবাংশুর একটি ফেসবুক পোস্ট নিয়ে চলছে জোর আলোচনা। পোস্ট অনুযায়ী দেবাংশু লিখেছিলেন, যাঁরা পাল্টি খাচ্ছেন, তাঁদের ফের তৃণমূলে নেওয়া হলে তিনি আর তৃণমূলে থাকবেন না, আপ বা কংগ্রেসে যোগ দেবেন। দল ছেড়ে যাওয়া কেউ আবার দলে ফিরতে চাইলে তার আর মমতা ব্যানার্জির মাঝখানে থাকবেন দেবাংশু -এরকম দাবিও বারবার শোনা গেছে দেবাংশুর নিজের বক্তব্যেই। তাই আগের সেই পোস্ট তুলে এনে বিরোধীরা প্রশ্ন করেছেন মুকুল রায় তৃণমূলে ফেরায় নিজের অতীতের কথা রেখে তিনি কংগ্রেসে যোগ দিতে চান নাকি আম আদমি পার্টিতে, সেটাই এখন দেখার।