দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা কমিশনের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি’র রাহুল সিনহার পর এবার দলীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ নিয়মভঙ্গের অভিযোগে এবার নির্বাচন কমিশনের কোপে পড়লেন বঙ্গ বিজেপির রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ শীতলকুচিকাণ্ডে মন্তব্যের জন্য এবার দিলীপ ঘোষকে আগামী ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ করল কমিশন৷ আগামী শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানা গিয়েছে৷

রাজ্যের চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের৷ এই ঘটনার প্রেক্ষিতে বরানগরের জনসভা থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে৷’’ দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে৷  ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বরানগরের এক জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী দেখানোর জন্য বন্দুক নিয়ে ঘুরে তারা বুঝে গেছে ওর ভিতরে থাকা গুলির কতটা জোর। বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য, কেউ যদি আইন হাতে নিতে আসে তাহলে শীতলকুচিতে যা হয়েছে সেই অবস্থায় আবার হবে।